বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

কমলগঞ্জে বন্যার্তদের পাশে হেল্পিং হ্যান্ড

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট)বিকালে যুক্তরাজ্যে অবস্থানরত  প্রবাসীদের সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে এর উদ্যোগে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১শত পঞ্চাশ অসহায় পরিবারের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়।

মো.মেহেদী হাসান জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. মুজাহিদুল ইসলাম, আব্দুল হাই, হাজির বক্স, দিদার আলী কালু,  যুক্তরাজ্য প্রবাসী মো.আব্দুস সালাম, আব্দুল গনি দুলাল, তারেকুল ইসলাম, সাদ উদ্দিন ফয়েজ, মো. রাহেল মিয়া, সাবেক সেনা সদস্য মো. জাহেদ আলী, মো. হাবিবুর রহমান ।

সম্প্রতি বন্যায় আদমপুর ও ইসলামপুরের প্রায় ৩০ টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। কৃষিসহ ঘড়বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া অর্থ প্রদান অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত ছিলেন আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে এর আহবায়ক কমিটির সদস্যগণ। এ সময় সদস্যদের পক্ষে প্রকৌশলী মো. সাইফুর রহমান তার অনলাইন বার্তায় বলেন, বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে।

আমরা আমাদের সংগঠন এর উদ্যোগে সামান্য অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। আগামীতে নতুন কিছু কর্মসূচী নিয়ে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো।

এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের আহবায়ক মো. সেলিম মিয়া, মাজহারুল ইসলাম বাবলু , জুবেল হোসেন, মো.করিম মিয়া,ডাঃ মামুনুর রশীদ, প্রকৌশলী মোতাহার হোসেন, জামিলা খাতুন, আয়ূব আলী, সাব্বির আহমেদ, জাকির হোসেন, রুহুল রুবেল,আব্দুর রহমান, জসিম উদ্দিন, সৌরভ আহমেদ, সীমা চৌধুরী, রায়হান বক্স ও তানভীর রায়হান প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ