বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

ভাঙন হুমকিতে আনোয়ারার বেড়িবাঁধ,আতঙ্কে কয়েক লাখ মানুষ

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেড়িবাঁধ তীব্র আঁকারে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট ও বাইগ্যের ঘাটের বেড়িবাঁধ ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে ১৫ গ্রামের কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে জানান স্থানীয়রা।এই বেড়িবাঁধ যদি ভেঙ্গে যায় পানির সাথে তলিয়ে যাবে ১৫ গ্রামের মানুষ৷৷

শনিবার ক্ষতিগ্রস্ত বাইগ্যের ঘাট বেড়িবাঁধ এলাকায় ঘুরে দেখা যায়,রায়পুর ইউনিয়নের বেড়িবাঁধে প্রায় ৫০০ ফুটজুড়ে ভাঙ্গনে  হয়েছে ।এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।দ্রুত বেড়িবাঁধ সংরক্ষণের জন্য কিছু করা না হলে বেড়িবাঁধ সাগরে তলিয়ে যাবে।

 আবদুর রশিদ নামের এক স্থানীয় মুরুব্বি জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে বেড়িবাঁধ ভাঙন হচ্ছে। এটা যদি কোনভাবে রোধ করা না যায় আমরা  ১৫ গ্রামের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হব। এই মুহুর্তে আরও জিও টিউব ও জিও ব্যাগের মাধ্যমে আপদকালীন ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে এটা যে কোন মুহূর্তে পানির নিচে তলিয়ে যাবে৷

স্থানীয় জেলে শের আলী বলেন বিগত কয়েক বছর যাবত দেখতেছি এই বেড়িবাঁধ ভাঙ্গা,আমি জনে জনে প্রতিনিধি এমপি মন্ত্রী চেয়ারম্যান আসতে দেখেছি কিন্তু কাজের কাজ একটুও করতে দেখি নাই৷আমি বর্তমান অন্তবর্তী কালীন সরকারে কাছে আবেদন জানাই এই বেড়িবাঁধ দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে আমাদের যেন রক্ষা করে৷

স্থানীয় আরও কয়েক জনের সাথে কথা বললে তারা আমাদের জানান যদি এই বেড়িবাঁধের কাজ অতি দ্রুত  না করা হয় আমাদের অবস্থা ফেনী,নোয়াখালী ও খাগড়াছড়ি  ফটিকছড়ি চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে৷

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, চট্টগ্রামের আনোয়ারা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে ২০১৮ সালে সরকার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের উন্নয়নে ৫৭৭ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পে রায়পুর ইউনিয়নের ১৩ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটার বেড়িবাঁধে পাথরের ব্লক বসানো হয়।

বাকি ৫ কিলোমিটার এলাকায় মাটি দিয়ে বাঁধ নির্মাণ এবং ৫ কিলোমিটারের মধ্যে গহিরা সাগর উপকূলে ২ হাজার ৭০০ মিটার রয়েছে। এ ৫ কিলোমিটারের জন্য নতুন করে আবারও ৩০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায়।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শহীদ জানান, রায়পুর ইউনিয়নের ৫ হাজার ১৭৫ মিটার বেড়িবাঁধে ব্লক বসানোর জন্য নতুন করে ৩৯৯ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে জরুরি ভিত্তিতে মেরামত করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবস্থা নেওয়া হবে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ