বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা হলরুমে এই এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মন্জুরুল ইসলাম ভূঁইয়া।

এছাড়া অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার শাখার আমির মাওলানা সাদেক আহমেদ হারিছ, সেক্রেটারি জেলা ছাত্রশিবির ইয়াসিন মাহমুদ রাসেল, সেক্রেটারি দুর্গাপুর উপজেলা মোহাম্মদ কুতুব উদ্দিন সহ প্রমুখ।

অনুষ্ঠানে দুর্গাপুর পৌরসভা ছাড়াও সাতটি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় দীর্ঘ ১৬ বছর পর কর্মীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ