বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে কাকচিড়ায় বিক্ষোভ মানববন্ধন

মোঃ মহিবুল ইসলাম ,পাথরঘাটা উপজেলা প্রতিনিধি:

বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চাল চোর ও দুর্নীতিবাজ চেয়ারম্যান পল্টুর আপসারনের দাবিতে বৃহস্পতিবার কাকচিড়া ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।পাথরঘাটার কাকচিড়ার ইউপি চেয়ারম্যান পল্টুর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পল্টুর। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন।

সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান পল্টুর অপসারণ দাবি করেন তারা।

এ সময় বক্তব্য দেন, নাসির শিকদার ,সেলিম পহলান ,ফুয়াত জোমাদ্দার,মজনু দালাল,হাবিবুর রহমান সোহাগ, গোলাম ছরোয়ার সহ অনেকে।

এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা ছাত্র-যুবদলসহ নেতাকর্মীরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ