বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

চার’শ পাঁচ’শ না হাজার হাজার মানুষ মেরেছে গুলি করে স্বৈরাচার শেখ হাসিনা – বিএনপি নেতা শাজাহান মিয়া  

স্বৈরাচার শেখ হাসিনা চার’শ – পাঁচ’শ নায়,  হাজার হাজার মানুষ মেরেছে গুলি করে। স্বৈরাচার  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে থাকতো সেটার নাম হল গণভবন  এই এরিয়াটি বিরাট এরিয়া শত শত ছাত্র জনতা শত শত সাধারন মানুষকে কবর দেওয়া হয়েছে।

অপরের জন্য গর্ত খুলে ঐ গর্তে  নিজেই পড়ে   স্বৈরাচার শেখ হাসিনাও পড়েছে। তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় ছিলাম আমরা তো কারো উপর জুলুম অত্যাচার মানুষ খুন  করি নাই। আওয়ামী লীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে এক্য ও  সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন  বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি  বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,  শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনে আমিন নবীন , উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদ মিয়া, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু,শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম,  সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম,  সাবেক সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর- যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহরুল,  উপজেলা  সেচ্ছাসেবকদলে  সদস্য সচিব জানিবুল ইসলাম জৌসি, আহ্বায়ক আব্দুল্লহ আল ফারুক কুইক,, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদ,  যগ্ম আহ্বায়ক বিপ্লব প্রমুখ।

সাবেক ছাত্র নেতা রেজাউল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আদিনা, সাবেক সাধারণ সম্পাদক মাঈনুল ইসলামসহ এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

 এ সময় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইউ সি উচ্চ বিদ্যালয় মাঠ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ