বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

গাইবান্ধায় ছাত্র-ছাত্রীরা রঙ তুলিতে রাঙ্গিয়ে দিচ্ছে দেয়াল চিত্র

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ের দেয়ালগুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মহুতির চিত্র স্মরণীয় রাখতেই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছে প্রাফিতি। যা মানুষের মাঝে আকর্ষণীয় করে তুলেছে।

শনিবার (১৭ আগষ্ট) সকাল সারে ১১ টায় রাস্তার দেয়াল ও কলেজের দেয়াল গুলিতে বিজয় উল্লাসের নানা ধরণের চিত্র আঁকতে দেখা যায়।

এসব চিত্র আঁকতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকি ছবি সহ আঁকা হচ্ছে নানা স্লোগান।

পরবর্তী প্রজন্মের কাছে সমাজের চাওয়া কি হতে পারে তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই ছিল শিক্ষার্থীদের লক্ষ্য ও উদেশ্যে। শিক্ষাথী সাজিদ বলেন অপরিচ্ছন্ন দেয়াল গুলি ঘষে মেজে রঙ তুলিতে রাঙিয়ে তুলেছি।

আরেক শিক্ষার্থী অহনা আক্তার বলে, দেয়ালে আঁকা ছবিতে মসজিদ, মন্দিরের ছবি আছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বহি:প্রকাশ করেছি মাত্র। অধ্যাপক মো সফিউল ইসলাম বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসার দাবীদার বলে উল্লেখ করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ