বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বর্তমান এ প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের অধ্যায়নের কোন বিকল্প নেই

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) সকাল দশটায় ভদ্র পাড়াস্থ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন পৌরসভা ০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারুল আলম সামু। কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে উপাধ্যাক্ষ ইবরাহীম খলিল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের সহকারি অধ্যাপক জাহিদ হোসেন, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল মাহমুদ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক শাকিল মাহমুদ, ইশরাত জাহান, পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলীম মাদ্রাসার প্রভাষক জোবায়ের হোসেন, কচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মামুন আলম।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান হোসেন সাংবাদিক শাহাবুদ্দিন শিকদার সরকারি শিক্ষক আমির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন নবীনদেরকে ব্যাপক অধ্যায়নের মাধ্যমে নতুন জীবন গড়তে হবে। বর্তমান এ প্রতিযোগিতার যুগে অধ্যায়নের কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে আন্ত: স্কুল ক্রিড়া প্রতিযোগীদের মাধ্যমে বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ