বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মদন পৌরসদরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়। পরে তারা পৌরসদরের মদন-খালিয়াজুরি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি নেতা সাইফ আহম্মেদ সেকুল, সাইদুর রহমান সম্রাট, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহব্বায়ক মাহমুদ রহমান মিঠু, সেচ্ছা সেবক দলের আহবায়ক জুয়েল আকন্দ, যুগ্ম আহবায়ক শেখ রিপন প্রমূখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ