বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আল নোমান শান্ত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করে ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলটি সুসং সরকারি মহা বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার বিচার চাই’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ; আবু সাঈকে দেখা যায়, লাল-সবুজ পতাকায়; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে; আবু সাঈদ-এর রক্ত, বৃথা যেতে দেব না ’ ‘উমর এর খুনিদের ফাঁসি চাই ’ স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।অন‍্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ‍্য হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ