শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

সরিষাবাড়ীতে সম্প্রীতি বজায় রাখতে বিএনপির শান্তির মিছিল

জামালপুর, প্রতিনিধি:

শান্তি প্রতিষ্ঠা ও বিশৃঙ্খলা পরিবেশ থেকে মানুষ কে সুশৃঙ্খল পরিবেশে নিয়ে আসতে

জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে একটি শান্তি মিছিল বের  করা হয়।

মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে এ মিছিল। শান্তি, শৃঙ্খলা, ও সম্প্রীতি বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।  সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। এসময় দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান ,মামুন ফকির, আশরাফ আলী ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

নাগরপুরে শহীদি মার্চ পালন