বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

মানুষের মাঝে আস্থা ফেরাতে বরগুনায় নৌ বাহিনীর মহড়া

(বরগুনা) প্রতিনিধি:-ছাত্র আন্দোলনের পর থেকে সাধারণ মানুষ মধ্যে আতঙ্ক বিরাজ করে। তাদের আতঙ্ক দূর করার জন্য বরগুনা জেলা শহরের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মহড়া দিয়েছেন নৌবাহিনী। সোমবার বিকেল পাঁচটার দিকে এই মহড়া দেন তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা জানান, ছাত্র আন্দোলনের পর থেকেই সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তাই সাধারণ মানুষের আস্থা ফিরে আনার জন্য কাজ করেছেন তারা। এছাড়া গত৫ তারিখ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিলো দুর্বৃত্তরা। সেগুলো দখলমুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করেন তারা। এ সময় বাজারে চলাচলের সড়কে মালামাল রেখে ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাওলাদার ট্রেডার্সকে পাচ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ