শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

কোটা আন্দোলন ঘিরে নিহত ও আহতের জন্য দুর্গাপুরে মসজিদে দোয়া

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করে পৌর বিএনপি শাখার নেতাকর্মীরা।

নেতারা জানান,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দুর্গাপুরে সকল মসজিদে জুম’আর নামাজ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ