দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করে পৌর বিএনপি শাখার নেতাকর্মীরা।
নেতারা জানান,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দুর্গাপুরে সকল মসজিদে জুম’আর নামাজ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।