বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

দুর্গাপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাদের মাইকিং

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

কোটাবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বর্তমানে দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় মাঠে নেমেছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে এমন দৃশ্য চোখে পড়েছে দুর্গাপুর পৌর শহর বিভিন্ন এলাকায়। কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন তারা।

এ কর্মসূচিতে অংশ নেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ,পৌর বিএনপি’র সদস্য সচিব হারেজ গনি,উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক,যুগ্ম-আহ্বায়ক কমল,সদস্য সচিব সম্রাট গনি,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন,সদস্য সচিব হিমেল সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সময় এলাকার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং সকলকে সহায়তা করার জন্য বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের কর্মীদের সোচ্চার থাকার আহবান জানানো হয়। সেইসাথে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করা,পরিবহন সেক্টর থেকে কাউকে চাঁদা না দেয়া সহ বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে কেউ অরাজকতা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক অবগত করা সেই সাথে দল থেকে বহিস্কার করতে নির্দেশ দেন।

নেতারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতী ধর্ম নির্বিশেষে ছাত্র ও জনতা কে সাথে নিয়ে,শোষণ ও দুর্নীতি মুক্ত আধুনিক স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করবে। ছাত্র-জনতার এই বিজয়কে ধরে রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ