বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

মদনে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

অধিকার আদায়ে সফল, এবার সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার পালা। সেই দায়িত্ব নিজেদের কাধেঁ তুলে নিলেন রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীরা। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতার সময়ে সারা দেশের মতো নেত্রকোনার মদনে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা মদন উপজেলা সদরের প্রধান সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। শিক্ষার্থীরা দল বেঁধে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন রাস্তা ও ভবণ পরিষ্কার করছেন।

সরজমিন ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিনি নিয়ন্ত্রণ, হামলা-লুটপাটের বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য মাইকিং করছেন। এর সাথে বিশৃঙ্খলা এড়াতে রাতে ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে পাহারার ব্যবস্থা করছে। শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল আচরণকে স্বাগত জানিয়েছে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।

মদন উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারোয়ার জাহান রবিউল ও মাহির আকন্দ ফয়সাল জানান, ‘আমরা দেশ সংস্কারে নেমেছি। কোন প্রকার হামলা,লুটপাট আমরা সমর্থন করি না। তাই বাংলাদেশ স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এর সাথে রাত জেগে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও মন্দির পাহারা দেওয়া হচ্ছে। দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ