বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরণে পাঁচবিবিতে বিএনপির শোকসভা অনুষ্ঠিত

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিহিংসার রাজনীতিকে পরিহার ও জনগণকে ঐক্যবদ্ধ করবার লক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র আনন্দ মিছিল, সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে তিনমাথা হতে বিশাল বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে পাঁমাথায় এসে শেষ হয়।

পরে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম।
এসম আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রব বুলু, পৌর বিএনপি’র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন,পাঁচবিবি থানা বিএনপি’র নেতা সাইদুর, বিএনপি’র সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপি’র সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা রেজাউল করিম,

ওয়াহেদুজ্জামান লাইজু, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আটাপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ডাঃ রেজাউল করিম সহ পাঁচবিবি থানা বিএনপি’র নেতৃবৃন্দ ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়

তারিখঃ ০৭/০৮/২০২৪ইং

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ