শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান ফখরুলের

শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

বৈঠক সুন্দর হয়েছে বলেও উল্লেখ করেন ফখরুল।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

এ সময় আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

নাগরপুরে শহীদি মার্চ পালন