বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

নড়াইলে মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, নড়াইল:

হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এসময় নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু বাড়িতে ও গাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের বয়েজ স্কুলের পাশে মহিষখোলা এলাকার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

অন্যদিকে শহরের একই এলাকায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নড়াইল শহরের মহিষখোলা এলাকায় এলাকায় হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। এসময় বাড়ির ভিতরে থাকা গাড়িসহ সকল আসবাপত্র জ্বলতে দেখা যায়। এসময় হাজার হাজার উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করেন।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে সড়কে নেমে আসেন সাধারণ মানুষ। অনেকে পরিবার নিয়ে হাতে পতকা নিয়ে রাস্তায় বেরিয়ে মিছিল করেন। এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন। সড়কে সড়কে হাজার হাজার মানুষ পরিবার নিয়ে মিছিলে নামতে দেখা গেছে। এসময় বিক্ষুদ্ধ জনতা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ছবি, ব্যানার, তোরণ ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। অনেক শেখ হাসিনার পদত্যাগের খবরে মিষ্টি নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ