ঝালকাঠিতে সাংবাদিক মোল্লা শাওন হত্যার চেষ্টায় দায়ের করা মামলার প্রধান আসামি আসিফ সিকদার মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই ) রাত ১১ টার দিকে ঝালকাঠি শহরের আমতলা মোড় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
উল্লেখ্য গত ৮ জুলাই বরিশাল থেকে ঝালকাঠিতে আসার পথে নলছিটি উপজেলার রায়াপুরা কাচারী বাড়ি সংলগ্ন বরিশাল – ঝালকাঠী মহাসড়কের উপর কুপিয়ে আহত করে। এ ঘটনায় গত ১০ জুলাই মোল্লা শাওনের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন,রোববার রাতে প্রধান আসামি আসিফ সিকদার মানিককে গ্রেফতার করা হয়।সোমবার সকালে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।