জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে প্রকল্প উপকারভোগীদের বন্যার পূর্বাভাসভিত্তিক মাল্টিপারপাস ক্যাশ গ্রান্ট বিতরণ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জন্য বন্যার্থদের উদ্ধার ও পুনর্বাসন সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।
(১১ জুলাই) বৃহস্পতিবার দুপুরে বেসরকারী এনজিও সংস্থা আনন্দের আয়োজনে এবং ওয়েল্টহাংগারহিলফে ( WHH) এর অর্থায়নে উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ সম্মুখ হতে এ বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার ২৫০জন বন্যার্থদের মাঝে ৬ হাজার ৬০টাকা করে মোট পনেরো লাখ ১৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এবং ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জন্য বিভিন্ন বন্যার্থদের উদ্ধার ও পনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দাতা সংস্থা (WHH) এর ফাইন্যান্স অফিসার মোঃ মোকলেসুর রহমান, লজিস্টিক এক্সপার্ট মোঃ আসাদ উল্লাহ, আনন্দের মনিটরিং ও ইভালুয়েশন ম্যানেজার মোঃ আব্দুর রশিদ, প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ আলী আহসান, কমিউনিটি ইনগেইজমেন্ট অফিসার মোঃ নূর আলমসহ প্রকল্পের বিভন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।