গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ভাইসহ ৩ জন মোটরসাইকেল থাকা আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন—উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের ছেলে নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার ছেলে শাকিল মিয়া (২২)।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত-কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জ এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী ট্রাকের সংর্ঘষে ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয় এবং ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেয়ার পথে শাকিল মিয়া মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।