জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে সম্প্রতি বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে বিনামুল্যে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
(৯ জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া বাঘমারা ব্রীজপাড় এলাকায় এ বিতরণ করা হয়।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোহাম্মদ এনায়েত উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চোয়ালী বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তর জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষন ) জেসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা।
এ সময় ১২০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বিজ বিতরণ করা হয়।