জামালপুর প্রতিনিধিঃ
হাজার হাজার ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দায়ীত্ব গ্রহন করলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
রবিবার (৭ জুলাই) সকালে তার নিজ বাড়ী তারাকান্দি পাখিমারা এলাকা থেকে একটি মোটর সাইকেল শুডাউন করে আনন্দ উল্লাসের মাধ্যমে
উপজেলা চত্তরে আসেন চেয়ারম্যান ও নেতাকর্মীরা।
উপজেলায় এসেই ভাইচ চেয়ারম্যান আল আমিন হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শিখা আক্তার ও পৌর মেয়র মনির উদ্দিনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পরে চেয়ারে বসেই বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিসহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দায়ীত্ব গ্রহন করেই চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন ২০৪১ বাস্তবায়নে সহায়তা করে এ পিছিয়ে পড়া সরিষাবাড়ীকে একটি ডিজিটাল সরিষাবাড়ীতে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।