বকশীগঞ্জ প্রতিনিধি: রাহিন হোসেন রায়হান
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় সড়ক সংস্কার ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৭ই জুন (রবিবার) দুপুর তিনটায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফখরুজ্জামান মতিন প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মোঃ শাহ আলম, একেএম নুর আলম নয়ন (সভাপতি বকশীগঞ্জ মিডিয়া প্রেস ক্লাব), ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক (ফজলু), আলমাস সরকার, ইমরান (সমাজসেবক), বেলাল সহ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ব্যক্তিবর্গগন। জানা যায়, গোয়ালগাঁও ৬ নম্বর ওয়ার্ডের ফকিরের মোড় থেকে পানাতিয়া পাড়া ঈদগাঁমাঠ প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ হবে। মেসার্স ধ্রুব ট্রেড এজেন্সি এ কাজটি পেয়েছেন। প্রাথমিক অবস্থায় ৯০০ মিটার কাজের উদ্বোধন করা হয়েছে।