ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার (২৬ জুন)বিকেলে তালতলা বিজি ইউনিয়ন একাডেমি মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করেন,গত ২৫ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুকে) জানতে পারি সুবিদপুর ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে নলছিটি উপজেলা যুবদল শাখা। কিন্তু কমিটিতে দলের দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। যা অত্যন্ত দু:খজনক। অযোগ্য অদক্ষদেরকে দিয়ে এসব কমিটি করেছে। নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন,যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম লাবলু, সদস্য সচিব পলাশ সজ্জন দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে এসব কমিটি গঠন করেছেন। আমরা কমিটি বাতিলের দাবী জানাই