আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক সাইদুর রহমান সাইদ মোল্লা।
নলছিটি পৌরসভার উন্নায়নে পৌরবাসিকে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে তিনি পৌরবাসিকে স্বপ্ন দেখাচ্ছেন।ইতিমধ্যে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন তিনি।
এ বিষয়ে নলছিটি পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইদুর রহমান সাইদ মোল্লা বলেন, পৌরবাসি আমাকে সমার্থন করলে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে চাই। পৌর বাসির দীর্ঘ দিনের চাওয়া পাওয়া ও অসামাপ্ত কাজ করে পৌরবাসির স্বপ্ন পূরণ করতে চাই।
পৌরসভার একাধিক বাসিন্দা জানান,সাইদ মোল্লা নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পোল পর্যন্ত পৌনে ১ কিলোমিটার রাস্তার সংস্কারে পৌরসভাকে অনুদান দেন। তার অনুদানে জনগুরুত্বপূর্ণ এই রাস্তা টির সংস্কার করা হয়।এ ছাড়া পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন।তিনি মেয়র হতে পারলে একটি আধুনিক পৌরসভা গড়তে পারবেন।