রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
‘নিজের শহর নিজে গড়ি’ ও ‘একটি শিশু প্রতি বছর একটি গাছ রোপন করুক’ শীর্ষক নীলফামারীর ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ জুন)বেলা ১২ টায় ডিমলা সনিট্রন ইলেকট্রনিক’র সৌজন্যে ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজে প্রতিটি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটি করে, আম গাছের চারা বিতরণ করা হয়।
ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ হানিফ সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমাদের পরিবেশকে বাঁচাতে হলে গাছের বিকল্প নেই। এজন্য বেশি বেশি গাছ রোপন করতে হবে। আজকের এই কর্মসূচিই শেষ নয়, বৃক্ষরোপন একটি চলমান কাজ যা আমাদের ভালভাবে বেচে থাকতে হলে প্রতিনিয়ত করা প্রয়োজন। বৃক্ষ রোপন কর্মসূচি সরকার বা কোন বিশেষ প্রতিষ্ঠানের একার কাজ নয়। এটি একটি সম্মিলিত কাজ। বাড়ির আশে পাশে বা রাস্তার ধারে খালি জায়গায় বৃক্ষ রোপন করতে হবে।