সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

আয়োডিনযুক্ত লবন ব্যবহারে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিসিক নেত্রকোনা জেলা কার্যালয় আয়োজিত সার্বজনীন আয়োডিনযুক্ত লবন ব্যবহারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ২টায় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিসিক নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার।

আয়োডিনের প্রয়োজনীয়তা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, অত্র বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক নেত্রকোনা কার্যালয়ের সম্প্রসারণ অফিসার শিরিন আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রসারণ অফিসার ও বিসিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার কর।

অনুষ্ঠানে আয়োডিনের অভাবে ক্ষতিকর দিক গুলো নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ