শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

নড়াইলে আনিচ হত্যার ঘটনায় মামলা গ্রেফতার ২

জেলা প্রতিনিধি,নড়াইল:

নড়াইলের নড়াগাতি থানায় শেখ আনিচুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।

রোববার (২ জুন) রাতে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে ওসিয়ার শেখ এবং একই গ্রামের মিজানুর শিকদারের ছেলে মঞ্জু শিকদার।

সোমবার (৩ জুন) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মে সন্ধায়
নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে শেখ আনিচুর রহমান (৩৭) নদীয়া নদীর পূর্বপাড় দক্ষিণপাড়া এলাকায় ইটভাটার মধ্যে কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় নিহতের ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে রোববার (২ জুন) নড়াগাতি থানায় মামলা করন। মামলার পরে রোববার রাতে নড়াগাতি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন, মাহবুবুর রহমান ও তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওসিয়ার শেখ ও মঞ্জু শিকদারকে গ্রেফতার করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। সোমবার (৩ জুন) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন