সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের আহবায়ক আজিবর রহমান এর সভাপতিত্বে রাত ৯ টায় সংগঠনের কার্যালয়ে আহবায়ক কমিটি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর,কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম,রাজশাহী বিভাগের সদস্য সচিব কাজী আসাদুর রহমান টিটু,সদস্য সামিউল ইসলাম, মোঃজাকি, মোহনপুর প্রেসক্লাবের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, রাজশাহী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল-আমীন,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ ফায়সাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর ও সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম  রাজশাহী মহানগর ১১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

হিউম্যান রাইটস্ জানালিষ্ট ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান পাইলট আহবায়ক ও জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পএিকার রাজশাহী ব্যুরোচীপ সানোয়ার আরিফ সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এ আহবায়ক কমিটিতে সদস্য দৈনিক নয়া কন্ঠ রাজশাহী ব্যুরো মোস্তাফিজুর রহমান লিটন, এশিয়ায় টিভির রাজশাহী জেলা প্রতিনিধি হাসানুজ্জামান হাসান,দৈনিক মাতৃভূমির খবর রাজশাহী প্রতিনিধি আকবর হোসেন,মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজ সেবক শাহাবুদ্দিন, রাজশাহী নিউজ ২৪.কম প্রতিনিধি শামীম চিস্তি,দৈনিক মাতৃজগত রাজশাহী প্রতিনিধি রাহাত মাসুদ, এবিসি নিউজ রাজশাহী প্রতিনিধি মাহাতাব আলী,দৈনিক ফুলতলা প্রতিদিন রাজশাহী প্রতিনিধি আরিফুর ইসলাম আরিফ, দৈনিক স্বদেশ বিচিত্রা রাজশাহী প্রতিনিধি মৌসুমি আক্তার।

আগামী ১ মাসের মধ্যে আহবায়ক কমিটিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর রাজশাহী মহানগর কমিটি পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ