কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটরসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৬শত চল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার(২৯ মে) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায় শুরু থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল।
৭৩টি ভোট সেন্টারে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়,নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটরসাইকেল প্রতীকে বেসরকারিভাবে ৪৬ হাজার ৬শত চল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রফিকুর রহমান আনারস প্রতীকে ৩০ হাজার ৭শত বারো ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে হাফেজ এম এ ওহাব বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরঞ্জন দেব মাইক প্রতীকে ১৪ হাজার ৯শত ৬১ ভোট পান।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাই চেয়ারম্যান বিলকিস বেগম পদ্মফুল প্রতীকে ৪১ হাজার ৬শত ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্না দেবরায় ফুটবল প্রতীকে ৩৫ হাজার ৯শত ৮১ ভোট পেয়েছেন।