বুধবার, জুলাই ২৪, ২০২৪

নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যাস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকে আলহাজ্ব শাহিনা বেগম

যা যা মিস করেছেন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সাথে বাড়ছে নির্বাচনকালীন প্রচার প্রচারণা এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলায় পৌর বাজার এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহিনা বেগম আনারস প্রতীকে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটি গ্রামগঞ্জে, হাটবাজারে, বাড়ি ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে ও রাস্তায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় পর্বে নির্বাচনকালীন প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণায় তার এখন ব্যস্ততায় দিন কাটছে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহিনা বেগম (সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা) ও বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ আবুল কালাম আজাদ (মেডিসিন) এর ছোট বোন। গত ১৮ই মে শনিবার বকশীগঞ্জ পৌর এলাকা বাজার ও বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ, সবার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলায় মোট ৭টি ইউনিয়নে ৫৬ টি কেন্দ্রের ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার জামালপুর বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১শে মে ভোট গ্রহণ। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪জন রয়েছে। বকশীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ জন এর মধ্যেও পুরুষ ভোটার রয়েছে ৯২ হাজার ৫৪৮ জন ও নারী ভোটার রয়েছে ৯২ হাজার।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security