বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪

হত্যার অভিযোগে বিদেশে পালানোর সময় তরুণ বিমানবন্দরে গ্রেপ্তার

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার পর এক তরুণ বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় বুধবার গভীর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আছকির মিয়া (৫৫)। তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার তরুণের নাম ছালেক আহমদ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, জমি নিয়ে আছকির মিয়ার সঙ্গে প্রতিবেশী মিছির আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আছকির মিয়া বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান। এতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন আছকিরের ছোট ভাই আছকন মিয়াকেও মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে আছকির মারা যান। আর আহত আছকন মিয়া একই হাসপাতালে চিকিৎসা নেন।

পরে রাতে আছকন বাদী হয়ে একই এলাকার বাসিন্দা ওমানপ্রবাসী ছালেক আহমদসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আছকিরকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়। পরে রাত ১০টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিছির আলী ও ৩ নম্বর আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, মামলার প্রধান আসামি ছালেক আহমদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিমানবন্দরের অভিবাসন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকার বিমানবন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছালেককে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলার অন্য আসামিদের মধ্যে তিন জনকে গ্রেপ্তারের করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আজ শুক্রবার আসামি ছালেন আহমেদকে কুলাউড়া থানায় এনে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী মাহমুদ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security