শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

মৌলভীবাজারে দুই জনের মৃত্যুদন্ড

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে গণধ-র্ষণ ও হ’ত্যা মামলার রায়ে ২ জনের মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনাল আদালত।

বুধবার (১৫ই মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইবুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় দেন।

মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত আ’সামীরা হলেন- জেলার রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজম্মিল মিয়ার ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

আদালতের এ রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামী পক্ষের আইনজীবী অ্যাডভকেট সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

রায়ের ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবি গণমাধ্যমকে বলেন, ভি’কটিম রাশেদা বেগমকে গ’ণধ’র্ষণ ও হ’ত্যা করার অভিযোগে তার ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন। আদালতে সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার ২ আসামীকে মৃ’ত্যুদ’ণ্ডের রায় প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ