শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

শার্শার বাগআঁচড়ায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়া পরিত্যক্ত অবস্থায় তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটের উত্তর পাশে মিজানুর রহমানের গ্যারেজের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মিজানুরের গ্যারেজের পাশ দিয়ে যাওয়ার সময় বোমা সদৃশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

পানিতে রেখে প্রাথমিকভাবে হাত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ