ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ নলছিটি উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
বুধবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মো. ছবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মো. সুমন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ নলছিটি উপজেলা শাখার সভাপতি পারভেজ হোসেন হান্নান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নলছিটি উপজেলা শাখার সাধারন সম্পাদক হৃদয় হোসেন রিপন, পৌর শাখার আহবায়ক জুলাস খান। অনুষ্ঠানে নলছিটি উপজেলা বিভিন্ন ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।