শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

মধ্যনগরে ৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাজু মিয়া ও রিপন চৌধুরী নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

রবিবার (২১ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চামারদানী ইউনিয়নের বদলপুর উড়াবিলের কান্দা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাজু মিয়া(৩০) ও রিপন চৌধুরী (৩৬) মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানাধীন চামারদানী ইউনিয়নের বদলপুর সাকিনস্থ উড়াবিল কান্দা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরান হোসেন জানান,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ