ঝালকাঠির নলছিটিতে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়ে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে সিদ্ধকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সজল চক্রবর্তী অভিযোগ করেন,আমাদের সাথে একই এলাকার মৃত লাল খানের ছেলে নুরুল ইসলাম খান ও জালাল আহমেদ খানের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। গতবছরের মে মাসে সালিশির মাধ্যমে রোয়েদাদ করে দেওয়া হয়।তখন আমাদের জমিতে আমরা গাছ লাগিয়েছি।রোয়েদাদ করার পরও তারা গাছ লাগাতে বাধা দিয়েছে।গতকাল রাতে আমাদের জমির উপর যে গাছগুলো ছিলো তারা কেটে ফেলেছে। এগুলো তারা ছাড়া অন্য কেউ করতে পারে না। আমরা এর বিচার চাই।
অভিযুক্ত জালাল আহমেদ খান বলেন,আমাদের বিরুদ্ধে যে গাছ কাটার অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে সিদ্ধকাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার বলেন,গাছকাটার খবর পেয়ে ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। এর বিচার হোক। আমি বিচারের পক্ষে।