মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহনণমূলক করার স্বার্থে বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো: আশরাফুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের একটি প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সুপারিশের ভিত্তিতে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তাকে প্রত্যাহার করে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নিদেশ দিয়েছে নির্বাচন কমিশন।