সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

ধর্ষনের অভিযোগ মামলায় বরিশাল ইউপি চেয়ারম্যান’কে সাময়িক অব্যহতি

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ নারী শিশু নির্যাতন আইনের মামলায় বিজ্ঞ আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক)’কে সাময়িকভাবে চেয়ারম্যান পদ হতে অবহ্যতি প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক পত্রে তাকে ( ২১ মার্চ) বৃহস্পতিবার এ সাময়িক অব্যহতি প্রদান করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম ।

স্থানীয় সরকার বিভাগের এক আদেশে সাময়িক অব্যহতি প্রাপ্ত বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক) উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন ওরফে ফেলো মাহমুদের ছেলে।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষন করার অভিযোগে নারী শিশু নির্যাতন আইনে গত (৬ অক্টোবর) ২০২১ ইং তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং-০৯/ ৬-১০-২০২১ মামলাটি দায়ের করেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন। তিনি পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসিন্দা।।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ