বুধবার, জুলাই ১৭, ২০২৪

কুতুবদিয়া কৈয়ারবিল নিবাসী টকি প্রভা দেবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

যা যা মিস করেছেন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

অদ্য ২১ মার্চ ২০২৪ইং বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ব্রহ্ম সনাতনী পরিষদের উদ্যোগে কক্সবাজার কুতুবদিয়া কৈয়ারবিল নিবাসী টকি প্রভা দেবীর উপর ভূমিদস্যু মহলের হামলার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রহ্ম সনাতনী পরিষদের চেয়ারম্যান নিতাই ভট্টাচার্য্য, সাংবাদিক অরুন নাথ, বাংলাদেশ ব্রহ্ম সনাতনী পরিষদের প্রচার সম্পাদক উজ্জ্বল চৈতন্য ব্রহ্মচারী, মাতাজি কাজল রানী, ভূক্তভোগী চিন্তাহরণ নাথ, টকি প্রভা দেবীসহ মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ। উল্লেখ্য যে, ভুক্তভোগী চিন্তাহরণ নাথ, টকি প্রভা দেবী বংশানুক্রমে ওয়ারিশী হিসেবে কুতুবদিয়াস্থ কৈয়ারবিল এলাকায় বসবাস করে আসছে। উক্ত বসবাসকৃত পৈতৃক ভিটিভূমিতে পারিবারিক ধর্মীয় ঠাকুর বিগ্রহ সেবা করার স্বার্থে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়। কিন্তু মন্দিরের সম্পত্তি চিন্তাহরণ নাথের পৈতৃক সম্পত্তি যা কতিপয় ভূমিদস্যু মহল সংঘবদ্ধ হয়ে মন্দিরের নাম ব্যবহার করে অবৈধভাবে ভুক্তভোগীর জায়গা দখল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিজ্ঞ আদালত কর্তৃক চিন্তাহরণ নাথ জমি বুঝে পাওয়ায় ভূমিদস্যু মহল এক পর্যায়ে ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে টকি প্রভা দেবীর উপর হামলা চালিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেন। তফসীলোক্ত সম্পত্তি ভূমিজমি থেকে পূর্ব পরিকল্পিতভাবে ভূমিদস্যুরা উচ্ছেদ করার পরলক্ষিত হওয়ায় বসতভিটি ভূমি জমির চারিদিকে বেষ্টিত কাটা তারের বেড়া ও প্রশাসন কর্তৃক প্রদত্ত লাল পতাকা উপড়ে ফেলে দিয়ে ভুক্তভোগীকে বার বার হয়রানী করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ভূমিদস্যু মহল। এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে সর্বস্তরের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security