মঙ্গলবার, মে ৭, ২০২৪

৭ই মার্চের ভাষণ বাঙালির অনুপ্রেরণার উৎস – ববি উপাচার্য ড.বদরুজ্জামান ভূঁইয়া

যা যা মিস করেছেন

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির আবেগ ও অনুপ্ররণা উৎস৷ দশ লক্ষ মানুষের সামনে দাড়িয়ে বঙ্গবন্ধুর মাত্র আঠারো মিনিটের যে ভাষণ দিলেন সেটা জাতির ইতিহাসের এক স্মরণীয় দিন৷

তিনি আরও বলেন, সেদিন বঙ্গবন্ধুর প্রতিটি শব্দচয়নে দৃঢ়তার সাথে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেই তার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বিজয় অর্জন করে৷

বরিশাল বিশ্ববিদ্যালয়অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটরিয়ামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিতব্য ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন৷

আফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, রেজিস্টার মো. মনিরুল ইসলাম৷

আফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাদিম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

এর আগে দিনটি উপলক্ষে সকাল দশটায় ছয়দফা বেদীতে উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security