ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
পবিত্র কুরআন পাঠের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী আলহেরা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলহেরা মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্ষক হাফেজ রুহুল আমীন এ-র পরিচালনায় এবং মাদ্রাসার সকল শিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টির বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বালিশ খেলা অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এ সময় পরিচালক মাওলানা রফিকুল ইসলাম অভিবাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য,ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লেসহ সকল খেলা উপভোগ করেন,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ।