মঙ্গলবার, মে ২৮, ২০২৪

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড়

যা যা মিস করেছেন

আবু বকর বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ অশ্লীলতার মাত্রা ছাড়িয়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের পানিসারা ফুলমোড়ে। ঝিকরগাছার পানিসারা, হাড়িয়া ফুল মোড় এলাকার বিভিন্ন পার্ক এবং ফুল বাগানে চলছে অশ্লীল পোশাক-আশাকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে নৃত্য করে ভিডিও ধারণ। আর এ সকল অশ্লীল ভিডিও ধারণ করে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন টিকটকাররা। এসকল ভিডিও চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সমালোচনা এবং নিন্দার ঝড় বইছে তেমনি সুনাম হারাচ্ছে দেশের বৃহত্তর এই ফুলের রাজ্য।

সম্প্রতি পানিসারা ফুলমোড়ে বিভিন্ন পার্কে বোরকা পরিহিত অবস্থায় থ্রিডি স্টান্ডে ডিজে গানে অশ্লীলভাবে নৃত্য করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বোরকা পরিহিত অবস্থায় এ ধরনের কার্যকলাপকে ইসলামিক দৃষ্টিকোণে অন্যায় এবং চরম সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করছেন সচেতন মহল। শুধু তাই নয় থ্রিডি স্টান্ডে এ ধরনের আরও অশ্লীল নৃত্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এ সকল ভিডিও পোস্টের কমেন্টে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন অনেকে।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সরজমিনে গদখালীর পানিসারা ফুল মোড় এলাকায় মনোয়ারা ফ্লাওয়ার পার্কে গিয়ে দেখা যায়, সেখানে থ্রিডি স্টান্ডে অশ্লীল গানের সাথে নৃত্য ও অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন টিকটকাররা। তবে এ বিষয়ে বক্তব্য চাইলে টিকটক করার বিষয়টি অস্বীকার করেন পার্ক কতৃপক্ষ। মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মালিক শাহাজাহান আলী বলেন, ‘ আগে এখানাকার বিভিন্ন পার্কে এই থ্রিডি স্টান্ডে টিকটক নাচানাচি করে ভিডিও বানাতো অনেকে। এটি বন্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘আজ (সোমবার) এ ধরণের কোন ঘটনা ঘটেনি।’

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার বায়োলজি শিক্ষক বিশিষ্ট সমাজকর্মী এবং সাংবাদিক আশরাফুজ্জামান বাবু বলেন, ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মহিলাদের এধরণের আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পানিসারা ফুলমোড়ে যেটা ঘটছে সেটা সামাজিক অবক্ষয়ের একটা চিত্র। এখানে অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে। প্রশাসনের উচিৎ এধরণের ঘটনা কঠোরভাবে দমন করা।’

গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে গদখালির বিভিন্ন পার্কে এবং ফুল বাগানে এই টিকটকার দের দৌরাত্ম্য বেড়েছে। আমি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরণের ভিডিও দেখেছি। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে এই অশ্লীলতা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, ‘গদখালীতে টিকটকারদের অশ্লীলতার ব্যাপারে অনেকেই অভিযোগ জানাচ্ছেন। আমরা দ্রুত এর একটা পদক্ষেপ নিব এবং এগুলো পুরোপুরি ভাবে বন্ধ করবো।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন সম্ভাবনাময় এই ফুলের রাজ্যে এধরণের কর্মকাণ্ড করতে দেওয়া হবেনা। যতদ্রুত সম্ভব এগুলো বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security