মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয় জন সদস্য এ অভিযান পরিচালনা করে।
আটকৃতরা হলেন, বল্লমঝাড় ইউনিয়নের, তাহসান মিয়া ছেলে সোহেল (৩০),চঞ্চল মিয়ার ছেলে কাঞ্চন (৩৫) ও কাসেম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪) তাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন একই এলাকায় বাড়ি।
রংপুর দুদক কার্যালয়ে সহকারি পরিচালক হোসাইন শরীফ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গাইবান্ধা পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়মের নিউজের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এছাড়াও ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় কালে তিন দালালকে টাকা সহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।