শনিবার, জুলাই ২৭, ২০২৪

নোয়াখালীতে খতনার সময় শিশুর লিঙ্গের মাথার অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে

যা যা মিস করেছেন

(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে  আল নাঈন তাজবিদ(৮) নামে এক শিশুর খতনা করার সময় লিঙ্গের মাথার অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে।গতকাল (বুধবার) দুপুর সাড়ে ১২ঘটিকার সময় কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এই বিষয় শিশুটি পরিবার বলেন, গতকাল (২১ ফেব্রুয়ারি) সকালে শিশুটির খতনা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । পরে সৌরভ হোসেন নামের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিশুটির খতনা করে। এ সময় তিনি শিশুটির পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেললে সে চিৎকার করতে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় শিশুর স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু নাছের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিমকে বিষয়টি অবহিত করলে তাত্ক্ষণিক শিশু আল-নাহিয়ান তাজবীরকে হাসপাতালের ৩য় তলার মুক্তিযোদ্ধা কেবিনে চিকিত্সার ব্যবস্থা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম বলেন, এসময় জরুরী বিভাগে কর্মরত ছিলেন, উপ-সহকারী মেডিকেল অফিসার বিজয় কুমার দে। তার অনুপস্থিতে শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে খত্না করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়। সেলিম বলেন, পুরো ব্যাপারটা সিভিল সার্জনকে জানিয়েছি। সিভিল সার্জন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

এই বিষয় শিশুটি পিতা  আলমগীর হোসেন বলেন, তাদের জিজ্ঞেস করলাম ডাক্তার কোথায়? তারা বলে ডাক্তার লাগবে না আমরা পারব।  আমার ছেলেকে তড়িঘড়ি করে খত্না করতে গিয়ে তার লিঙ্গের মাথা কেটে ফেলে।

এতে রক্তে পুরো বেড ভেসে যায়। পরে আমি তাদেরকে ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ ৩জনই পালিয়ে যায়। পরে ডাক্তার এসে আমার ছেলেকে ৩য় তলায় ভর্তি করে। ।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে । বর্তমানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমার ছেলের অবস্থা আশংকাজনক আমি তাদের বিচার চাই।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security