মশিউর রহমান:
জামালপুরের সরিষাবাড়ীতে বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের পাঠদান কালে শ্রেনী কক্ষের মাঝে এক শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যকার অপৃতিকর ঘটনার অবসান করা হয়েছে।
এ বিষয়ে ২১ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১ টার সময় প্রাধান শিক্ষক এমএ আজিজ খান এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ( সাবেক) এ কিউ এম শরিফ ইমাম পারভেজ এবং সঞ্চালনা করেন, মোঃ শাহজামাল বাবু।
সভায় পরিচালনা পরিষদে সদস্য বৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যাক্তি, অভিযোক্ত ছাত্র ও তার অভিভাবকের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে উক্ত ঘটনার সমঝোতার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে অভিযোক্ত ছাত্রের পিতা মোঃ ময়নাল জানান, আমার ছেলের সাথে স্যারের যে ঘটনা ঘটে ছিলো তা আমি উপস্থিত সকলকে নিয়ে স্যারদের সাথে বসে সমঝোতা করেছি।
প্রধান শিক্ষক এম এ আজিজ খান জানান , গত ১১ ফেব্রুয়ারী ২০২৪ ইং ক্লাস চলাকালিন এক শিক্ষার্থী ক্লাস টিচারের সাথে খারাপ আচরন করে। এ ঘটনায় আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে ক্লাস টিচারের সাথে এমন আচরন করায় সেই ছাত্রকে শাসনের মনোভাব নিয়ে শাসন করি।
কিন্তু বিষয়টি এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর গত ১৮-১৯ তারিখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভুলভাল ঘটনার বর্ণনা করা হয়।
তাই আজ আমার কক্ষে অভিযোক্ত ছাত্র তার অভিভাবক ও বিভিন্ন ব্যাক্তিদের নিয়ে সমঝোতা করা হয়েছে।