মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে জাতীয় গণগ্রন্থাগার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

যা যা মিস করেছেন

হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে সোমবার (৫ ফ্রেব্রুয়ারি/২০২৪) জাতীয় গনগ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, বই-কলম ও পত্রিকা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হারুন টি হাউজের দেশজুড়ে আলোচিত চা বিক্রেতা মো. হারুন মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রিয়বাংলা পাঠাগার পদকপ্রাপ্ত মো. হারুন মিয়া। সঞ্চালনা করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুবল ঘোষ, ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. সেলিম, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।

 

টিএমবি/এইচ

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security