শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

গাইবান্ধায় ৫ মামলার আসামি নাড্ডু ২৯৩ বোতল মদসহ গ্রেফতার

মনিরুজ্জামান খান,গাইবান্ধা:

গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি হতে ২৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসব বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

গ্রেফতারকৃত, মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান নাড্ডু (৪২) বিরুদ্ধে হত্যাসহ ৫ টি মামলা বিচারাধীনরয়েছে । সে উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি এলাকার পশ্চিম জিগাবাড়ির চরের আব্দুল হামিদ ডাক্তারের ছেলে।

সোমবার ( ৫ ফেব্রুয়ারি) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মলেন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

পুলিশ সুপার আরও জানান, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ অপরাধ বোধকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি এলাকার পশ্চিম জিগাবাড়ির চরে অভিযান পরিচালন করে গোয়েন্দা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান নাড্ডুকে তার বসতবাড়ির আঙ্গিনা ও গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা মোট ৯টি বস্তায় মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। আসামীর বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে।

এই আসামীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারির মামলাসহ মোট ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।

প্রেস ব্রিফিং পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ