মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

ইবিতে আইআইইআর এর অধীনে বিএড-এমএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীন বিএড, এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সে ২০২৩-২৪ শিক্ষার্বষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে পৌনে ১২ টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এসময় ভর্তিচ্ছুদের ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

জানা যায়, এ বছর আইআইইআর এর অধীনে ১ বছর মেয়াদী ব্যাচেলর অব অ্যাডুকেশন (বিএড), মাস্টার্স অব অ্যাডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৩১৬জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৬৫জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৮০টি আসনের বিপরীতে লড়েন ৪৩ জন শিক্ষার্থী।

এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও আইআইইআরের পরিচালক অধ্যাপক ড.মামুনুর রহমান।আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।প্রসঙ্গত, খুব শিঘ্রই পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ